Type to search

নাটোরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

জাতীয়

নাটোরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

নাটোর জেলা প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুর আয়োজনে এবং নাটোর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহযোগিতায় ইনডোর স্টেডিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।
আলোচনা সভায় বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল,সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, যুদ্ধহত মুক্তিযোদ্ধা সাবেক সদর উপজেলা কোমান্ডার আবুল হোসেন, সাবেক উপজেলা কমান্ডার মকসেদ আলী মোল্লা সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।
এরপরে শহরের মল্লিকহাটি এলাকায় মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তার পরিবারের নিহত সকলে রুগের মাগফেরাতে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
Tags: