Type to search

নাটোরের নলডাঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রত্না এমপি

জাতীয়

নাটোরের নলডাঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রত্না এমপি

নাটোর জেলা প্রতিনিধিঃ  দীর্ঘস্থায়ী বন্যায় নাটোরের নলডাঙ্গায় ৪ টি ইউনিয়ন বন্যাকবলিত হওয়ায় পানিবন্দী কয়েক’শ মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উঁচু স্থানে। এদিকে বানভাসী এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে বুধবার উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বানভাসী মানুষের মাঝে শিশু খাদ্য ও শুকনো খাবার বিতরণ করেন নাটোর ও নওগাঁ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। এসময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, গুড়াদুধ, সেমাই, বিস্কুট, চিনি, সুজি ও বাদাম।
Tags: