Type to search

নদ-নদী পানি কমলেও বাড়ছে ধরলার পানি

জাতীয়

নদ-নদী পানি কমলেও বাড়ছে ধরলার পানি

স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বন্যা পরবর্তী নানা সংকটে অসহায় বানভাসি মানুষ।

দেশের অধিকাংশ নদ-নদী পানি কমলেও ধরলার পানি বাড়ছে। সেইসাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। আশ্রয় হারিয়ে খাবারসহ নানা সংকটে দিশেহারা বানভাসি মানুষ।

কুড়িগ্রামে উজানের ঢলে আবারো ধরলার পানি বাড়ছে। এতে নতুন করে দু:শ্চিন্তায় পড়েছে নদী পাড়ের মানুষ। অন্যদিকে ঘর-বাড়ি থেকে বন্যার পানি পুরোপুরি না নামায় কমেনি দুর্ভোগ। খাদ্য সংকটে পাশাপাশি হাতে কাজ না থাকায় চরম কষ্টে দিন কাটছে তাদের।

শরীয়তপুরে বন্যার পানি কমায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নড়িয়ার সুরেশ্বর বেঁড়িবাধ, জাজিরার জিরো পয়েন্ট বেঁড়িবাধসহ অন্তত ১৬টি স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে।

চাঁদপুরে নদী ভাঙনের কবলে পড়ে দুর্ভোগ আর আতংক নিয়েই কাটছে দিন নদীপাড়ের বাসিন্দাদের। এছাড়া সিরাজগঞ্জ, জামালপুরে, টাঙ্গাইল,  মুন্সিগঞ্জ, মাদারীপুর, সাভারে থেকে পুরোপুরি বন্যার পানি না নামায় ভোগান্তির শেষ নেই বন্যা দুর্গতদের। অর্থের অভাবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করতে পারছে না।  ক্রমশ ছড়িয়ে পড়ছে চর্মরোগ। মিলছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তাও।

Tags: