Type to search

নড়াইল জেলার কালিয়ায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রে অর্ধশতাধিক বানান ভুল ক্লাস্টার কমিটির দায় স্বীকার।

শিক্ষা

নড়াইল জেলার কালিয়ায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রে অর্ধশতাধিক বানান ভুল ক্লাস্টার কমিটির দায় স্বীকার।

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ক্লাসটার আন্ত প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৩ এর পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষার প্রশ্নপত্রে অর্ধশতাধিক বানান ভুল পরিলক্ষিত হয়েছে,৩১ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ঘটনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব হীনতা ও খামখেয়ালী ওনাকে দায়ী করেছেন সাধারণ মানুষ সম্প্রতি এই বিষয়ের প্রশ্নপত্র টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তুমুল সমালোচনার ঝড় উঠে ৩ সেপ্টেম্বর, তিন সেপ্টেম্বর বাঐসোনা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কলাবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জগলুল হায়দারের সাথে কথা হলে নিজেদের ভুল স্বীকার করে বলেন ১৮ শেট প্রশ্নপত্র তৈরিতে সীমিত সময় দেওয়ার কারণে এ ভুল হয়েছে। এছাড়া এই প্রশ্নটি ডুমুরিয়া স্কুলের শিক্ষক নাজিরকে চেক করতে বলা হয়েছিল কিন্তু তার শাশুড়ি অসুস্থতার কারণে তা করতে পারেনি। এ বিষয়ে শিক্ষক নাজিরের সাথে কথা হলে ভুল স্বীকার করে বলেন আগামীকাল এ বিষয়ে ফায়সালা করবেন ,তবে তিনি কি ফয়সালা দিবেন জানা যায়নি। প্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র দাস বলেন, বিষয়টা তিনি জানেন না তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন এ ছাড়া ক্লাস্টারের কমিটির তিনি ও একজন সদস্য বিধায় এ রকম ভুল হলে তিনিও দায় এড়াতে পারেন না বলে জানান।