নড়াইলের চার থানার ওসিদের বিদায় অনুষ্ঠানে এসপির নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে
নড়াইল প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে একই সাথে নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দের বদলি হয়। একই সাথে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দের বদলির বিষয়টি স্মরণীয় রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশের পক্ষ থেকে।
শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “আমি সকলের প্রাপ্য সম্মানটুকু দিতে পছন্দ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি তাদের সবার ভবিষ্যৎ জীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নড়াইল সদর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাসির উদ্দীন, কালিয়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ তাসমীম আলম এবং নড়াগাতী থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত সাহার হাতে ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দের সম্পর্কে স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিবৃন্দও নড়াইল জেলা পুলিশে তাদের কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পুলিশ সুপার সুন্দরভাবে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।