নওয়াপাড়া পৌরসভার বাজেট পেশ
নওয়াপাড়া পৌরসভা’র বাজেট পেশ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের শিল্প ও বাণিজ্য শহরে অবস্থিত নওয়াপাড়া পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস। বাজেটে মোট ১শত ১০ কোটি ৫৬লাখ ৫২হাজার ৩শ’ ৩০ টাকা ৪৫ পয়সা আয় হিসাবে এবং ১শত ১০ কোটি ২লাখ ৬০হাজার ৪শ’ টাকা ব্যয় হিসাবে ধরা হয়েছে। উদ্বৃত্ত বাজেট হিসাবে ধরা হয়েছে ৫৩লাখ ৯১হাজার ৯শ’ ৩০টাকা ৪৫ পয়সা। বাজেট পেশকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।