নওয়াপাড়া কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগমের গণসংযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি : আগামী ১১ই এপ্রিল অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১,২, ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রোকেয়া বেগম তার ভোটার এলাকায় গণসংযোগ অব্যহত রেখেছেন। তিনি ১ নং ওয়ার্ডের মেয়ে ও ৩ নং ওয়ার্ডের পুত্রবধু ও পৌর কৃষকলীগের মহিলা সভানেত্রী। তিনি নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সমানে রেখে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা ওয়ার্ডের গরীব দুঃখী ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় করে চলেছেন। এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কাউন্সিলর পদপ্রার্থী রোকেয়া বেগম বলেন আমার ভোটার এলাকার বিভিন্ন মিটিং সামাজিক অনুষ্ঠান সহ ভোটারদের সাথে মত বিনিময় করে চলেছি। তাতে করে সাড়াও পাচ্ছি বেশ, আশা করি আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী লাভ করবো। তিনি আরও বলেন, আমি বিজয়ী লাভ করতে পারলে গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো। সমাজের অবহেলিত মানুষেরা আমাকে বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করতে। তাই আমি তাদের এই শক্তি নিয়েই লড়াই করতে চাই। ভোটার এলাকার সাধারণ ভোটাররা বলেন, কাউন্সিলর পদপ্রার্থী রোকেয়া বেগম জয়ী হলে সমাজ থেকে দূর হবে মানুষের মধ্যে মানুষের বৈষম্য ও ফিরে পাবে অধিকার। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।