Type to search

নওয়াপাড়ায় করোনা মোকাবেলায় হোমিওপ্যাথিক ক্যাম্প অব্যাহত

অভয়নগর

নওয়াপাড়ায় করোনা মোকাবেলায় হোমিওপ্যাথিক ক্যাম্প অব্যাহত

স্টাফ রিপোটার: নওয়াপাড়া পাঁচকবর র  এলাকায় ৩য় দিনের মতো  এলাকা বাসির উদ্যোগে সোমবার বিকালে   ফ্রী হোমিও ঔষধ, সাবান,মাক্স,ও লিফলেট বিতরন করা হয়। ্সএ সময়ে উপস্থিত ছিলেন, বিকালে উক্ত কর্ম’সৃচিতে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ওয়াদুদ,বিশিষ্ট হোমিওপ্যথিক চিকিৎসক ডাঃ  আব্দুল আজিজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, বি এল কলেজের রাষ্ট্র বিজ্ঞান  বিভাগের প্রফেসার মোঃ জোবায়ের হোসেন, এডঃ কামরুজ্জামান ভুট্ট, নওয়পাড়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ওহিদুল ইসলাম লিপন,শ্রমিক নেতা শেখ আব্দুল ওহাব, শেখ আলাউদ্দিন, নওয়াপাড়া স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোল্যা হাবিবুর রহমান( হাবিব), বিশিষ্ট সমাজ সেবক মোঃ সেলিম হোসেন, আমিনুর রহমান মোল্যা,আলমগির হোসেন প্রিন্স,   মোঃ জামির হোসেন, মোঃ কামাল হোসেন,  মোঃ আমির হোসেন,। উক্ত কম’ সৃচিতে ৭০০ শতাধিক মানুষের সেবন করার জন্য ফ্রী হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করা হয়। এ কর্মসুচিতে শতাধীক  নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Attachments area