Type to search

নওয়াপাড়ায় সুন্দরী মেয়ের মা পরিচয়ে প্রতারণা আসল মায়ের থানায় অভিযোগ

অভয়নগর

নওয়াপাড়ায় সুন্দরী মেয়ের মা পরিচয়ে প্রতারণা আসল মায়ের থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরের শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়াতে এক উঠতি বয়সি সুন্দরী মেয়ের মা পরিচয় দিয়ে একাধিক ছেলেদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ওই মেয়ের আসল মা তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বুইকরা রেললাইনের পাশ্ববর্তী সালামের স্ত্রী জোছনা বেগম (৩২) মৃত ছত্তার আলীর স্ত্রী সিকাই বেগম (৪৫) ও মেয়ে হোসনেয়ারা বেগম (৩০) একই এলাকার একটি মেয়ে দেখিয়ে বিভিন্ন ছেলেদের সাথে প্রতারনা করে আসছে। প্রতারণার সময় ওই মেয়ের মা পরিচয় দিয়ে আসছিল জোছনা বেগম। বিভিন্ন ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক এমনকি বিয়ে দেবার কথা বলে অভিযুক্তরা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো । চলতি মাসের ১০ তারিখে অন্তর নামের একটি ছেলে তার বাবা সিরাজুল ইসলাম অভিযোগকারীর বাড়ি গিয়ে তার মেয়ের সাথে বিবাহের দাবি করেন। অভিযোগকারী তার মেয়ের কাছে জানতে চাইলে মেয়ে তৎক্ষণাৎ ভয়ে কিছু না বললেও এক পর্যায়ে স্বীকার করে এবং বলে আমি বিষয়টি আমার বাড়ির লোকদের জানালে ওরা আমাকে মেরে ফেলবে। এ ঘটনায় অভিযোগকারী (মেয়ের মা) স্থানীয়দের সাথে আলাপ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগটি করে। এ বিষয়ে জানতে অভয়নগর থানার ডিউটি অফিসারের মুঠোফোনে ফোন দিলে তিনি ওসি স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের মুঠোফনে ফোন দিলে ফোনটি অন্য একজন রিসিভ করে জানান সে অসুস্থ এখন রেস্টে আছে।