নওয়াপাড়ায় সার কয়লার ড্যাম অপসারণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার-শিল্প বাণিজ্য শহর নওয়াপাড়ার মশরহাটী-কাপাশহাটি গ্রামের বাসিন্দারা লোকালয় থেকে একটি ইউরিয়া সারের ড্যাম ও কয়লা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার বিকালে এলাকার শতাধিক নারী, পুরুষ যশোর-খুলনা রোডের সরদর মিল গেটের পাশে এ মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার ভূক্তভোগি শামছুর রহমান(৬৫), সাইদুর রহমান(৬০),রবিউল আলম(৫০) মোজাহার আলী প্রমুখ। বক্তারা বলেন , বসতবাড়ির পাশে বৃহৎকার ইউরিয়া সারের ড্যাম (মজুত) করা হয়েছে। ওই ড্যাম থেকে দুর্গন্ধ ও বিষাক্ত বজ্য বের হচ্ছে। এতে এলাকার পরিবেশ দুষণ হচ্ছে। শিশুরা শ্বাস কষ্টে ভুগছে। বিষক্ত বজ্যে এলাকার পুকুরে ও জলাশয়ে পড়ে মাছ মারা যাচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে বেতার সেন্টারের মধ্যে একটি পুকুরে মাছ মরে সাবাড় হয়েছে। তারা এর প্রতিকার চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন বলে জানান।