নওয়াপাড়ায় মসজিদের জমি উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
নওয়াপাড়া পৌর প্রতিনিধি-
নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বায়তুল হামদ মসজিদ রক্ষা ও মুসল্লীদের অবাধে নামাজ আদায় নিশ্চিত করতে ওয়ার্ডবাসী মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করেছে। গতকাল বুধবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলা মানববন্ধন যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
এলাকার এক বিএনপি নেতার বিরুদ্ধে এলাকার মুসাল্লিরা এ মনববন্ধন করে। মুসল্লীদের নির্ভয়ে, নিশ্চিন্তে নামাজ আদায় করার লক্ষ্যে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, মুসল্লী ইদ্রিস সরদার, শরিফুল ইসলাম, বক্কার সরদার, আজিজুর বাবু, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে দুপুরে মসজিদ কমিটি ও মুসল্লীরা অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান বরাবর স্মারকলিপি পেশ করেন।