
নওয়াপাড়া অফিস
বৃহস্পিতিবার বিএনপি‘র খুলনা অভিমুখে রোড মাচ কর্মসূচি পালিত হবে। রোড মার্চের কাফেলা দুপুর নাগাদ শিল্প শহর নওয়াপাড়া অতিক্রম করবে। এ উপলক্ষে উপজেলা বিএনপির নেতা কর্মীরা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সংঘবদ্ধ নেতাকর্মীদের ব্যানার, ফেন্টুন, মঞ্চ তৈরির কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি ফারাজি মতিয়ার রহমান জানান, রোড মার্চের কাফেলাকে স্বাগত জানাতে যশোর- খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ থেকে রাজঘাট পর্যন্ত স্থানীয় নের্তৃবৃন্দ সকাল ৮টা থেকে দাড়িয়ে থাকবে। এসময় তাদের হাতে সরকার বিরোধী নানা ¯েøাগান লেখা, ফেস্টুন প্লা কার্ড নিয়ে ¯েøাগান দিতে থাকবে। এ ছাড়া নওয়াপাড়া বাস স্টান্ডে একটি মঞ্চ তৈরি হচ্ছে ওই মঞ্চে দাড়িয়ে সকাল ৮টা থেকে স্থানীয় নের্তৃবৃন্দ বক্তব্য প্রদান করতে থাকবেন। রোড মার্চের কাফেলা পৌছালে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ আধাঘন্টা ব্যাপী ওই মঞ্চে বক্তব্য রাখবেন। যাত্রা বিরতি কালে রোড মার্চ করা নেতা কর্মীদের পানীয় ও শৌচকার্য করার ব্যবস্থা করা হয়েছে।