Type to search

নওয়াপাড়ায় নৌ-যান শ্রমিক নেতার নামে মিথ্যা অভিযোগ প্রতাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

অভয়নগর

নওয়াপাড়ায় নৌ-যান শ্রমিক নেতার নামে মিথ্যা অভিযোগ প্রতাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার- নওয়াপাড়া নৌ-বন্দরে নৌ-যান শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের আন্দোলন চলাকালিন শনিবার একটি তুচ্ছ ঘটনা ঘটে। ওই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নৌ-যান ফেডারেশনের সহসভাপতি বাহারুল ইসলাম ও নওয়াপাড়া শাখার সচিব নিয়ামুল হক রিকো সহ ১৩ জন নেতার নামে থানায় একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ দায়ের করে। ওই অভিযোগ তুলে নেওয়ার দাবিতে রোববার সন্ধ্যায় সংগঠনের নওয়াপাড়া কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মোস্তফা মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাহারুল ইসলাম, খুলনা শাখার যুগ্ম আহবায়ক হাসান আলী মাষ্টার, মিজান ড্রাইভার,সিরাজুল ইসলাম মাষ্টার, নবী আলম মাষ্টার,নওয়াপাড়া শাখার সদস্য সচিব নিয়ামুল হক রিকো প্রমুখ। বক্তার বলেন, যদি থানার অভিযোগ প্রত্যাহার না করা হলে নওয়াপাড়া সহ খুলনা অঞ্চলে ধর্মঘট বলবদ করা হবে। প্রসঙ্গত ১১ দফা দাবিতে শুক্রবার রাত বারটার পর থেকে নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট শুরু হয়। পরদিন শনিবার রাত ১২ টায় সরকার ও মালিক পক্ষের উপস্থিতিতে নের্তৃবৃন্দের সাথে সমঝোতা হয়। যার প্রেক্ষিতে আন্দোলন প্রতাহার করা হয়। আন্দোলন প্রত্যাহার করার পর নওয়াপাড়া নৌ –বন্দেরে লোড আন লোডের কাজ স্বাভাবিক হয়। যার দরুন ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে।