নওয়াপাড়ায় নৌ-যান শ্রমিকের কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে সারা দেশে এক যোগে আন্দোলন
স্টাফ রিপোর্টার: নওয়াপাড়া নৌ বন্দরে ঘাটের সরদার কর্তৃক নৌ-যান শ্রমিকে কুপিয়ে যখম করার প্রতিবাদে ও ৯ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার আয়োজনে কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে
সংগঠনের অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে নের্তৃবৃন্দ বলেন, তিন বছর আগে নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাথে তাদের একটি চুক্তি হয় সে চুক্তি বাস্তবায়ন আজও হয়নি, নৌ-যান ঘাটে ভিড়লে তা নোঙ্গর করার কোন সুব্যবস্থা নাই, নৌ-যান শ্রমিকের ওপর চাঁদাবাজ সন্ত্রাসীরা শারীরিক নির্যাতন করে, নৌ-যানে পন্য বোঝাই করার পরে মালিক পক্ষ পন্যের মেজারমেন্ট করে । তার পরেও নৌযান শ্রমিকরা মালিক পক্ষের দ্বারা হয়রানির শিকার হয়, গত ১১ নভেম্বর চেঙ্গুটিয়া লবন ঘাটে এম ভি সাইফুল আরেফিন জাহারে একজন শ্রমিককে ঘাট সরদার কুপিয়ে যখম করেছে, সর ব্যবসায়ীরা নৌ-যান শ্রমিকদের হয়রানি করে, বিআইডবøুটিএ অনিয়ম ভাবে ঘাট কারার অনুমতি দেওয়ায় জাহাজ চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে, নৌ বন্দরে আগে ঘাট নির্ধারণ করে জাহাজ আনতে হবে। এসব দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে না মানলে সারা দেশে এক যোগে কর্মবিরতি পালনের ঘোষনা দেন নের্তৃবৃন্দ। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাহারের সভাপিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের যশোর জেলা সভাপতি ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা আশুতোষ বিশ^াস, রেজাউল করিম, নৌ-যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সভাপতি ইমরান মাষ্টার,খুলনা বিভাগীয় সহ সভাপতি ফিরোজ মাষ্টার ও আজিজ মাষ্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক এসোসিয়েশনের নেতা মিজানুর রহমান ড্রাইভার, নৌ-যান শ্রমিক নেতা রবিউল ইসলাম ড্রাইভার, সিরাজুল ইসলাম ড্রাইভার সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নৌ-যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার উপদেষ্টা নাজমুল হুসাইন।