নওয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

মিঠুন কুমার দত্ত : যশোর –খুলনা মহাসড়কের নওয়াপাড়ার বেতারের মোড় এলাকায় শনিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময়ে ট্রাকের চালক ও হেলপার অবস্থা বেগতিক দেখে লাফিয়ে পড়ে রক্ষা পায়।
ট্রাকের ড্রইভার শরিফুল ইসলাম জানান , ট্রাকটি নোয়াপাড়া হতে যশোর অভিমুখে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছলে পিছনের দিক থেকে একটি প্রাইভেটকার তাকে অতিক্রম করতে যায়। এতে সে নিজের গতি রোধ করতে গিয়ে ব্রেক করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেই মুহূর্তেই একটি পাগল লোক সামনে এসে পড়ে এতে সে কোন উপায় না পেয়ে খাদের মধ্যে চালিয়ে দেয়। এতে কেউ হতাহত না হলেও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। হায়ওয়ে থানায় এসআই শিপন জানায় ঢাকা মেট্রো ট20-0232 নাম্বার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে সাথে সাথে আমরা ঘটনাস্থল যাই। তবে খনও তারা সঠিকভাবে কিছু বলতে পারছেনা।