নওয়াপাড়ায় ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের অনুদানের টাকা প্রদান

স্টাফ রিপোর্ট: যশোরের অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক আসাদ শেখ ,সদস্য নং ৯০ এবং মৃত শ্রমিক মোঃ ছোহরাব হোসেন,সদস্য নং ১০৩ এর এককালিন অনুদানের টাকা তার পরিবারের সদস্যদের নিকট প্রদান করা হয়।
মৃত শ্রমিকের আছাদের মেয়ে শারমিন সুলতানা ও মৃত শ্রমিক সোহরাব এর স্ত্রী বিলকিস বেগম আজ ৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ টায় সংগঠনের কার্যালয়ে অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাঘা ও সাধারন সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস এর নিকট থেকে এককালিন অনুদানের টাকা গ্রহন করেন।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ ফারুক আল নৃর, সহ সাধারণ সম্পাদক আমির আলি গোলদার কোষাধ্যক্ষ শেখ আলাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক শেখ আব্দুর রশিদ,দপ্তর সম্পাদক মোল্যা হাবিবুর রহমান কার্যনির্বাহী সদস্য মোঃ মিন্টু বিশ্বাস,খন্দকার ইকবল হোসেন,গজী আনিচুর রহমান আনিচ প্রমুখ।