Type to search

নওয়াপাড়ায় অভিজাত আবাসিক হোটেল এল বি ইমপ্রিয়াল’র শুভ উদ্বোধন

অভয়নগর

নওয়াপাড়ায় অভিজাত আবাসিক হোটেল এল বি ইমপ্রিয়াল’র শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি- শিল্প ,বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় এল বি ইমপ্রিয়াল নামের একটি অভিজাত আবাসিক হোটেল’র শুভ উদ্বোধন করা হয়েছে। এর বি টাওয়ারে অবস্থিত দোয়া ও আলোচনা সভার মাধ্যমে হোটেলটির শুভ উদ্বোধ ঘোষণা করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাশ শান্ত। এলাকার বিশিষ্ট সমাজ সেবক শের আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু,এল বি টাওয়ারের মালিক মিজানুর রহমান লাভলু, বিএনপি নেতা ফারাজী মতিয়ার রহমান প্রমুখ। হোটেল মালিক মিজানুর রহমান লাভলু বলেন, নওয়াপাড়াকে আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমি এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল ও ডায়াগস্টিক সেন্টার করেছি। শিল্প -বানিজ্যের প্রভাব বৃদ্ধি পাওয়ায় আধুনিক মানের আবাসিক হোটেল নির্মাণ করেছি। আগামীতে এখানে একটি আধুনিক কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা নিয়েছি। আল্লাহর রহমতে সবকিছু বাস্তবায়ন হবে। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদেও পেশ ইমাম আবু দাউদ।