Type to search

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ এক হাজার ৭৯২

জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ এক হাজার ৭৯২

ডেস্ক রিপোর্ট ঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৮৮২ জন। সুস্থতার হার ৫৪ হাজার ৪৪ শতাংশ। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে একদিনে আরো ৫৪ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া আরো দুই হাজার ২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশে করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়লেও নমুনা সংগ্রহ ও পরীক্ষা উল্লেখযোগ্যভাবে কমেছে।

অধ্যাপক নাসিমা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২৭৫ জনসহ দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন। নতুন করে আরো ৫৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯২৮ জনে।

দেশে মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ ও নারী ১৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *