সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবশেষ ১২ হাজার ৪৫৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৭৪ জনের নমুনায়। শনাক্তের হার এখন পর্যন্ত ১৭ দশমিক ৪৬ শতাংশ।
নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন। এখন পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় ৬৫ দশমিক ৪৬ শতাংশ। সবশেষ যে ৩৩ জন মারা গেছেন তাদের ২৯ জন পুরুষ ও ৪ জন নারী।