Type to search

দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়’

জাতীয় রাজনীতি

দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়’

অপরাজেয় বাংলা ডেক্স 

দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়; বিচারকদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। মামলার রায়গুলো দ্রুত দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগে বিশ্বাসী। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের মূলভিত্তি- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকসহ সব মৌলিক চাহিদা পূরণ এবং সঠিক বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বঙ্গবন্ধু উল্লেখ করে গেছেন। বঙ্গবন্ধু প্রথম নারীদের বিচার বিভাগে আসার সুযোগ করে দেন।  বিচার বিভাগের বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে বিচারক নিয়োগ, দক্ষতা বৃদ্ধিসহ নানান পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সূত্র, DBC বাংলা