Type to search

দম্ভ পাহাড়

সাহিত্য

দম্ভ পাহাড়

 বিলাল মাহিনী : হাসি আনন্দের গানগুলো কোথায় হারালো অশান্তির দাবদাব কে-বা ছড়ালো? ধর্মশালায় ঝুলছে কেনো তালা রাবার বুলেট খাচ্ছে গিলে ঝরছে শুধু জ্বালা মানুষ কেনো হিংসে ছড়ায় বাড়ায় চরমপন্থা বিশ্বটা আজ নয়তো শান্তির বাজিছে দামামা, সামরিক জান্তা। পতঙ্গের মতো মরছে মানুষ খাচ্ছে গুলি রোজ মেজবানেরা ফূর্তি করে খাচ্ছে ভুরি ভোজ। অহমচূড়ায় পৌঁছে গিয়ে মানুষ তুমি কই রক্ত নেশায় মাতাল শহর ঢুকরে মরে বই। সস্তা এখন মানুষের দাম হারিয়ে গেছে মান লুকোও গিয়ে গর্তে রাতে বাঁচাও তোমার প্রাণ। আজ কেনো বাড়ছে দাবদাহ দম্ভ আস্ফালন লোভ মগজজুড়ে মিথ্যার ফোয়ারা অন্তহীন ক্ষোভ। লোভ ক্ষোভ হিংসায় ঝালাপালা মন দম্ভ সবই লীন হবে বলছি তবে শোন। ইতরের দল ধ্বংসলীলায় ধোঁয়ায় ভরলো বাতাস মূর্খরা সব ঘৃণা ভরে কালো করলো আকাশ। দম্ভের পাহাড় ভেঙে যাবে সাঙ্গ হবে লীলা সত্যের বীর জয়ী হবে মজবে দারুণ খেলা।