

প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
একই তফসিলে অষ্টম ধাপের ১০টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে।
তফসিলে যে ইউপি ও পৌরসভায় ভোট হবে সেই তালিকা পরবর্তীতে দেবে নির্বাচন কমিশন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। বার্ষিক পরীক্ষাতেও কোনো সমস্যা হবে না।
আগামী ডিসেম্বরের মধ্যে সময় গণনা শুরু হয়েছে এমন সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম