Type to search

তৃতীয় দফা বন্যায় রাজবাড়ীতে সীমাহীন দুর্ভোগ

জাতীয়

তৃতীয় দফা বন্যায় রাজবাড়ীতে সীমাহীন দুর্ভোগ

ডেস্ক রিপোর্টঃ রাজবাড়ীতে পদ্মায় বেড়েই চলেছে পানি। আজ সোমবার তা বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তৃতীয় দফা বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন জেলার নিম্নাঞ্চলে বসবাসরত ভানবাসিরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার গোয়ালন্দ, সদর, কালুখালী ও পাংশার পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত প্রায় শতাধিক গ্রামের মানুষদের দুর্ভোগ আর দুর্দশা আরও বেড়েছে। পানি বাড়তে থাকায়, যে সব স্থান থেকে নেমেছিল নতুন করে তা তলিয়ে গেছে। ফলে টানা তিন দফা বন্যায় ভোগান্তি ও দুর্ভোগ পিছু ছারছে না নিমাঞ্চলের প্রায় ৫০ হাজারের বেশি মানুষের। অধিকাংশের ঘরবাড়ি এখনও বসবাসের অযোগ্য, ধান নষ্ট হওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।

অনেকে এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে কোন ধরনের সহযোগিতা না পাওয়ায় কষ্টে দিন যাপন করছে। প্লাবিত এসব স্থানে বিশুদ্ধ পানির পাশাপাশি অভাব দেখা দিয়েছে গো খাদ্যের।

Tags: