Type to search

তাহিরপুরে পর্যটকদের উপচেপড়া ভিড়

জাতীয়

তাহিরপুরে পর্যটকদের উপচেপড়া ভিড়

আবুসায়েমঃ সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনা পরিস্থির কারণে সবকিছুই থমকে আছে। প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে।
তা সত্যেও পর্যটকরা ঈদ আনন্দন মেতে উটেছেন।মনের আনন্দে পরিবার , বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরছেন তাহিরপুরের বিভিন্ন পর্যটক স্তান।
পর্যটক স্থান গুলোর মাধ্যে অন্নতম দর্শনিয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওতাধীন যাদুকাটা নদী, নিলাদ্রী লেখ ও টাংগোয়ার হাওর পর্যটকের বির জমেছে ,
তাহিরপুর উপজেলার আওতাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নিলাদ্রী লেখ ,ডি সি প্রার্ক আকাশে ছায়া সবুজ রঙের উচু নিচে টিলা দেখলে মন ভরে যায়। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, এপারে নদী জাদুকাটা প্রতি বছরের ন্যায় ঈদ উৎসবে প্রথম দিন থেকেই দেশ-বিদেশের লাখো পর্যটকও প্রকৃতিপ্রেমীর আগমণ ঘটে ।
পর্যটকদের মাধ্যে ঘুরতে আসা, তাজুল ইসলাম , বলেন করোনা পরিস্থির কারণে সবকিছুই থমকে আছে। প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এতোদিন আসা হয়নি। ঈদের সব কাজ শেষে একটু বিরামের জন্য এসেছি। খুব ভালো লাগছে মুহূর্তের সময়টুকু।
Tags: