Type to search

টেকনাফ বিজিবির হাতে দুই মাদক কারবারীসহ স্বর্ণ নিয়ে আটক-৪জন

জাতীয়

টেকনাফ বিজিবির হাতে দুই মাদক কারবারীসহ স্বর্ণ নিয়ে আটক-৪জন

কক্সবাজার জেলা প্রতিনিধি : বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও স্বর্ণের বার নিয়ে দুই রোহিঙ্গাসহ ৪জনকে আটক করেছে। সুত্র জানায়,গত ২৩আগষ্ট রাত ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশী করে সন্দেহভাজন বালুখালী ৯নং রোহিঙ্গা শিবিরের এ/৭ ব্লকের বাসিন্দা মোঃ আনোয়ারের পুত্র মোঃ রেদোয়ান (১৮) এবং একই এলাকার ৮নং ক্যাম্পের বি/২৮ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের পুত্র মোঃ আক্তার হোসেন (৩০) কে আটক করে। পরে তাদের পরিহিত লুঙ্গির ভাঁজ তল্লাশী করে ৫৬ভরি ১৫ আনা ওজনের ৪টি স্বর্ণের বার এবং ১টি ১০হাজার টাকা মূল্যের মুঠোফোন জব্দ করা হয়। একই দিন রাত ৯টারদিকে একই বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তল্লাশী চালানো হয়। তাৎক্ষণিক একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ এবং পুনরায় তল্লাশী করলে সিএনজি চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকানো ২০হাজার পিস ইয়াবাসহ উত্তর লেদা লামনী পাড়ার রহমত আলীর পুত্র মোঃ রিদুওয়ান (২০) এবং পশ্চিম লেদার আব্দুস সালামের পুত্র মোঃ রবি আলম (২৭) কে আটক করে। এসময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি ও মুঠোফোন জব্দ করা হয়। এই ব্যাপারে জব্দকৃত স্বর্ণ, ইয়াবা, সিএনজি ও মুঠোফোনসহ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেছেন।

Tags: