Type to search

টেকনাফে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারী নিহত

জাতীয়

টেকনাফে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারী নিহত

ক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলি, অস্ত্র এবং ইয়াবা।
নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন, হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল। এ ঘটনায়, এসআই মশিউর রহমানসহ তিন পুলিশ আহত হয়েছে। পুলিশ জানায়, ম্ঙ্গলবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পশ্চিম মহেশখালীয়া পাড়ার ৯নং ওয়ার্ডের কম্বনিয়া গ্রামে ইয়াবাবিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিতে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।