গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই রবিবার (৮ আগস্ট) সকাল থেকেই দীর্ঘ লাইন। টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় দিন রাজধানীসহ সারা দেশের কেন্দ্রগুলোতেই ভিড় দেখা যায়।
টিকা নিতে উৎসাহ থাকলেও গাদাগাদিতে স্বাস্থ্যবিধি মানা একেবারেই সম্ভব হয়নি। টিকার তুলনায় গ্রহীতা বেশি থাকায় অনেককেই ফেরত যেতে হয়।
কোন কোন কেন্দ্রে সিরিয়াল দেওয়া নিয়ে শুরু হয় বিশৃঙ্খলা। লাইন ভঙ্গ করে স্বজনপ্রীতির মাধ্যমে টিকা দেয়ার অভিযোগ সাধারণ মানুষের।
এদিকে রাজশাহী, চট্টগ্রাম, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গণটিকা দেয়া হয়। প্রায় সব টিকা কেন্দ্রেই ব্যাপক ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি।
রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি বুথে টিকা দেয়া হচ্ছে। বুথগুলোতে মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে টিকা দিতে দীর্ঘ লাইনে দাঁড়ান টিকা প্রত্যাশীরা। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মানুষ টিকা নিচ্ছেন।
এদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৬৬টি বুথে টিকা দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে গণটিকাদান কার্যক্রম। প্রতি কেন্দ্রে ৬শ’ জন করে ১৯ হাজার ৮শ’ ব্যক্তিকে টিকা দেয়ার কথা রয়েছে।
বিশেষ এই গণটিকা কর্মসূচির মাধ্যমে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধাপে ৩২ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে চায় সরকার।
সূত্র,ডিবিসি নিউজ