Type to search

ঝিকরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান

ঝিকরগাছা

ঝিকরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে শিমুলিয়া ইউনিয়নের মিশন মোড়ের অনুষ্ঠানে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস। এসময় তিনি বলেন, নৌকা যার আমরা তার এই স্লোগানকে সামনে রেখে আমরা মাঠে নেমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতিচ্ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরে কাজ করে চলেছি। আমি ইতিমধ্যে যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের ২২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রতিটা গ্রামের প্রতিটা মোড়ে মোড়ে গিয়ে আমার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাকে মনোনয়ন দিবেন তাহলে আমি প্রার্থি হতে পারবো।
ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন কবির, উপজেলা তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু হোসেন, শিমুলিয়া ইউনিয়ন খ্রিষ্টান কেডিট ইউনিয়ন সভাপতি ফিলিপ মন্ডল, গদখালি ইউনিয়ন আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক বি এম তাজউদ্দীন, শিমুলিয়া ইউনিয়ন ইউপি সদস্য মোঃ হৈবত আলী, মফিজুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাঃ মৃনাল দত্ত, শিমুলিয়া ওর্য়াড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুধীর মন্ডল, গদখালী ইউনিয়ন ওর্য়াড যুবলীগ সভাপতি মাস্টার গোলাম মোস্তফা, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুন্সী আবুল হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সবুর খান, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল আলম, চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আশিক মল্লিক, ঝিকরগাছা সদর ইউনিয়নের ৯ নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহিন হোসেন, ইয়াসিন আলী, পৌর যুবলীগ নেতা মাসুদ হোসেন, চৌগাছা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হাসিবুল হাসান শান্ত, করতে ছাত্রলীগ নেতা শাহিন, বাবুল, নয়ন, রয়েল প্রমুখ।