ঝিকরগাছায় প্রতি ফুটবল টুর্নামেন্ট খেলায় চাম্পিয়ান দলিল লেখক সহকারীরা

আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন ও দলিল লেখক সহকারীদের মধ্যে প্রতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতি ম্যাচে ‘ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন কে ট্রাইবেকারে ২ গোলে দিয়ে চাম্পিয়ান হয়েছে দলিল লেখক সহকারীরা।
কম্পিউটার এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আহসান হাবীব জনি ও দলিল লেখক সহকারী মোঃ বাপ্পি হোসেন’র উদ্যোগে শনিবার বিকাল ৪টাায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি মহুমুখী (এমএল) মডেল হাই স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্ট খেলায় ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন’র সভাপতি মোঃ বুলবুল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৬নং ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মোঃ ইমরান হোসেন, কামারুল ইসলাম, আনন্দ, পলাশ চৌধুরী, আহসান হাবীব জনি, ইসলামুল হক (জীবন), সুভো, সিফাত, আসিফ, তন্ময়, তনয়, হাবিবুর, মামুন, আরশ, আজাদ, বাপ্পি, মামুন, শেখ আহসান হাবিব, অপূর্ব, তরিকুল, ইমরান, পিংকু, আশরাফ, আঃ রহিম, রাকিব সহ আরো অনেকে। খেলায় দ্বিতীয় অধ্যে ঝিকরগাছায় কম্পিউটার এসোসিয়েশন ১গোল ও দলিল লেখক সহকারী ১ গোল করেন। পরে ট্রাইবেকারে দলিল লেখক সহকারী ২ গোলে চাম্পিয়ান হন। খেলা পারিচালনায় রেফারি দায়িত্ব পালন করেন আব্দুর রহমান (মামুন)।