ঝিকরগাছায় ডিবি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার -১
ডিবি প্রসে নোট : অদ্য-১২/০৬/২০২০ তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকার সময় যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এর সার্বিক তত্ত্ববধানে অফিসার ইনচার্জ জনাব, মারুফ আহম্মদ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ) শামীম হোসেন সংগীয় এসআই(নিঃ) চন্দ্র কান্ত গাইন, এএসআই(নিঃ) মোঃ হোসেন আলী ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চোরাচালান প্রতিরোধ, অস্ত্রগুলি উদ্ধার ও চিহ্নিত সস্ত্রাসী গ্রেফতার সহ আইন শৃংখলা রক্ষা ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার ঘটনাস্থল ঝিকরগাছা থানাধীন বল্লা মাঝেরপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ মোজাফফর মিয়া(৫৫), পিতা-মৃত. বাদশা মিয়া এর বসতবাড়ীর সামনে হইতে মোঃ মোজাফফর মিয়াকে ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আটক করেন। ধৃত আসামী ডাকচিৎকারে আসামী মোঃ অমিত হাসান সহ অজ্ঞাতনামা ২/৩ জন একত্রে চারিদিকে হৈচৈ করিয়া পুলিশের পরিচয় পাওয়া সত্ত্বেও পুলিশের সরকারী কাজে বাধা দেওয়া ও আসামী মোঃ মোজাফ্ফর মিয়াকে পুলিশের নিকট হইতে ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে সকল আসামীগন কয়েকজন পুলিশ সদস্যকে লাঠিশোঠা দ্বারা ও কিলঘুষি মারিয়া ফোলা জখম করে। ঘটনা সংক্রান্তে ঝিকরগাছা থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়।