Type to search

ঝিকরগাছায় এমএইচভি’র শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন

ঝিকরগাছা

ঝিকরগাছায় এমএইচভি’র শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) সংক্রান্ত সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এমএইচভি এ্যাসোসিয়েশনের ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সিবিএইসি কর্তৃক এমএইচভি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ প্রত্যাহার ও বর্তমান পণ্যদ্রব্যের বাজার মূল্য বিবেচনায় বেতন ভাতা বৃদ্ধির দাবী জানাই। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মোড়ের মানববন্ধনে নেতৃত্বদেন উপজেলার কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) রানা মির্জা ও নাজমুল হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) জাহিদুল ইসলাম জাহিদ, তাপস বিশ্বাস, আশরাফুল আলম, জিল্লুর রহমান, র্দূজয় হোসেন, আসলাম হোসেন, সুমন হোসেন, নারগিস আক্তার, মিনা খাতুন, রত্না খাতুন, ইয়াসমিন, রুবাইয়া সহ উপজেলার ৩২টি কমিউনিটি ক্লিনিকের ১৬০জন সদস্যবৃন্দ।