Type to search

ঝিকরগাছায় অসহায় কবিরের ২টা দুই কিডনী নষ্ট : বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন

চৌগাছা

ঝিকরগাছায় অসহায় কবিরের ২টা দুই কিডনী নষ্ট : বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা বাজারের প্রায় ১৫বছরের পুরাতন মুদি ব্যবসায়ী দুই সন্তানের জনক অসহায় কবির হোসেনের দুই কিডনী নষ্ট হয়ে গেছে। সে সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা (কুঠিপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। তাকে বাঁচাতে ভারতের ভলোলের ডাক্তরা বলেছেন প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন। অসহায় কবিরের চিকিৎসার পিছে ঘুরে তার সকল পুঁজি শেষ হওয়ায়, সে এখন নিঃস্ব। সে তার অবুঝ দুইটা সন্তানের মুখের দিকে চেয়ে বাঁচতে চাই। যার জন্য চিকিৎসার খরচ যোগাতে আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। হতে পারে আপনার অতি সামান্য দানে অসহায় কবির হোসেন বেঁচে যেতে পারে। তার চিকিৎসার জন্য বিকাশ ০১৭০৫-২১১৩৩৯ (কবির) এ আপনার দান বা সহযোগিতা পাঠাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *