Type to search

ঝিকরগাছার বেনেয়ালীতে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেয়া ও খাবার বিতরণ

ঝিকরগাছা

ঝিকরগাছার বেনেয়ালীতে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেয়া ও খাবার বিতরণ

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নংগদখালী ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেয়া ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকালে বেনেয়ালী বাজারে গদখালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ ও সৈনিকলীগসহ সকল অঙ্গ সংগঠন এই আয়োজন করেন।
অনুষ্ঠানে গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গদখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গদখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম খোকন, মুজিবর রহমান, দাউদ হোসেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, বাংলাদেশ ফ্লোয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম,গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ, ওয়ার্ড সভাপতি মাস্টার ময়নাল হোসেন, সহ সভাপতি জিয়াউল রহমান জিমু, হাফিজুর রহমান, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্সী আবুল হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম মিন্টু, নাভারণ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মৃধা, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম মিঠু সহ আরো অনেক।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্কুল মসজিদের ইমাম মাওঃ মাসুম বিল্লাহ।