Type to search

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অন্যান্য

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ  জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে পূর্ণিমা নামে ছয় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২  সেপ্টেম্বর) দুপুরে কালাই উপজেলার বলিগ্রাম আদিবাসী  গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল মালেক।পূর্ণিমা বলিগ্রামের মুরমু সমাপ্রদায়ের মেয়ে।

ওসি  (তদন্ত) আব্দুল মালেক জানান, ”দুপুরে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় পূর্ণিমা। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুর মরদেহ ভেসে উঠে। পরে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

 

সূত্র: DBC News

Tags: