জ্বালানির দামবৃদ্ধি: শাহবাগে বিক্ষোভ, মশাল মিছিল

তেলের এ দাম বাড়ানোকে অযৌক্তিক মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেল। আমরা দেখলাম গত বছরও যখন দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। কোনো জিনিসের দাম কমেনি। আজকে প্রত্যেকটা জিনিসের দাম নাগালের বাইরে। এ পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মূলত আত্মহত্যা
“আমরা চাই রাষ্ট্র অন্তত সেবা খাতগুলো ভর্তুকি বহাল রাখুক। আইএমএফের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।”
জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান বলেন, এ মূল্যবৃদ্ধি দেশে একটা নাভিশ্বাস পরিস্থিতি তৈরি করেছে। জনগণের বেঁচে থাকার দুর্ভিসহ হয়ে উঠেছে। দেশে যে সরকার আছে, সেটা আমরা দেখছি না।
তার অভিযোগ, দেশে একটা গোষ্ঠী ক্ষমতাকে কাজে লাগিয়ে লুটপাটে ব্যস্ত।
“লুটপাটের অর্থ যোগাতে পেট্রোল, ডিজেল ও অকটেনের মূল্যবৃদ্ধি জনগণ মানবে না।”