Type to search

জোয়ারের জল কমায় উপকূলে ধীরে ধীরে জাগছে ভূমি

জাতীয়

জোয়ারের জল কমায় উপকূলে ধীরে ধীরে জাগছে ভূমি

নিজস্ব প্রতিবেদকঃ জোয়ারের পানি কমছে উপকূলীয় জেলাগুলোতে। সাতক্ষীরায় এখন ও পানির নিচে বেশ কয়েকটি ইউনিয়ন। বন্যার পানিতে তলিয় আছে সদর উপজেলার ৭টি গ্রাম। জেলায় পানিবন্দী ১ লাখের বেশি মানুষ।

সাতক্ষীরায় এখনও পানির নিচে বেশ কয়েকটি ইউনিয়ন। বন্যার পানিতে তলিয় আছে সদর উপজেলার ৭টি গ্রাম। জেলায় পানিবন্দী ১ লাখের বেশি মানুষ। বাগেরহাটে ক্ষতিগস্ত্র হয়েছে অন্তত ৫ হাজার চিংড়ির ঘের।

ভোলায় পানিবন্দী প্রায় ৫০ হাজার মানুষ মানবেতর দিন যাপন করছেন। পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতে কিছু কাজ করলেও জোয়ারের পানিতে ফের ভেসে গেছে।

Tags: