ফুলতলা (খুলনা) প্রতিনিধি : রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার প্রাক্তন সভাপতি রো: সৈয়দ আরাফাত হোসেন তাজ ২০২১-২২ রোটারি বর্ষে রোটার্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ এর সচিব মনোনীত হয়েছেন। বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ সুসংগঠিত আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি আন্তর্জাতিক। রোটারি আন্তর্জাতিক এর যুবক- যুবতী বা শিক্ষার্থী সংগঠন রোটার্যাক্ট ক্লাব। ২৪৮টি ক্লাব নিয়ে গঠিত রোটার্যাক্ট জেলা সংগঠন ৩২৮১ বাংলাদেশ। গতকাল ২৯ জুন ২০২১ রোজ মঙ্গলবার এ দায়িত্ব পদ ঘোষণা করেন ২০২১-২০২২ রোটা: বর্ষের সুযোগ্য ও সম্মানিত ডি. আর. আর- এম মোস্তাফিজুর রহমান। রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার ২০১৬-২০১৭ রোটা: বর্ষের সভাপতি রোঃ পিপি সৈয়দ আরাফাত হোসেন তাজ যথাযথ সম্মানের সাথে ক্লাবের দায়িত্ব পালন এবং পেশাগতভাবে তিনি আকিজ গ্রুপে তত্ত্বাবধানে পরিচালিত আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট-এ রোটারিবর্ষ ২০১৭-১৮ এর জোনাল রিপ্রেজেন্টেটিভ , ২০১৮-১৯ এর ডিস্ট্রিক্ট ট্রেইনার ও ২০২০-২১ এর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডিস্ট্রিক্ট থেকে তিনি অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, ‘রোটারি’ ও ‘অ্যাকশন’ শব্দদ্বয় থেকে ‘রোটার্যাক্ট’ শব্দটি নেয়া হয়েছে। রোটার্যাক্ট ক্লাব ১৮ থেকে ৩০ বছর বয়সী। যদিও বয়সের বিষয়টা এখন অনেকটা শিথিল হয়েছে। ১৯০৫ সালে পল হেরিস কর্তৃক গঠিত রোটারি আন্তর্জাতিক ক্লাবের অভিভাবকত্বে রোটার্যাক্ট ক্লাব গঠন করা হয়। বর্তমানে বিশ্বের ১৮৪টি দেশে ১০ হাজার ৯শ রোটার্যাক্ট ক্লাবে ২ লক্ষ ৫১ হাজার জন রোটার্যাক্টর রয়েছে। রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া দেশের দক্ষিণ বঙ্গের অন্যতম সেরা রোটার্যাক্ট ক্লাব। এ দায়িত্ব পদ পাওয়ার পর রোঃ পিপি সৈয়দ আরাফাত হোসেন তাজ আজ বুধবার ডিস্ট্রিকের দায়িত্বপ্রাপ্ত সকলকে এবং তার প্রাণের ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার বর্তমান এবং অতীত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment
অপরাজেয় বাংলা
এল.বি টাওয়ার ২য় তলা, নওয়াপাড়া , অভয়নগর, যশোর
ফোন নং : ০১৭১০৭৮৫০৪০
ইমেইল : dainikaparajeyobangla@gmail.com
ফেসবুক : fb.com/dainikaparajeyobangla
ইমেইল : dainikaparajeyobangla@gmail.com
ফেসবুক : fb.com/dainikaparajeyobangla
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
নির্বাহী সম্পাদক :
মোঃ মিজানুর রহমান
মোবাইল নং : ০১৯১৫৯৪৮৪০৪
উপদেষ্ঠা সম্পাদক :
চৈতন্য কুমার পাল
মোবাইল নং : ০১৭১২৫৮৩৪৩৮
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
© 2025 Designed by Shakil Rafshan.