জেলা মৎস্যজীবীলীগের সহসভাপতি পদ থেকে বিএনপি রাজাকারের সন্তানকে বহিস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নে জেলা মৎস্যজীবীলীগের সহসভাপতি পদ পাওয়া মোঃ আশরাফুল আলম সাধনকে থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৮ নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় পহরডাঙ্গা বাজারের চৌরাস্তায় ইউনিয়ন আওয়ামিলীগ ও অংগসংগঠনের শত শত নেতা কর্মীরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদার, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোল্যা মোকাররম হোসেন হিরু, ইউনিয়ন আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মফিজুর রহমানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিএনপি ও রাজাকার পরিবারের কেউ আওয়ামীলীগের দলীয় পদে আসতে পারবেনা। অথচ নড়াইল জেলা মৎস্যজীবীলীগের পুর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি ও পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম ঠাকুরের ছেলে আশরাফুল আলমকে রাখা হয়েছে। আশরাফুলের দাদা মৃত ময়েন ঠাকুর ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান। এ বিষয়ে পূর্বেও বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ এখনো তাকে দল থেকে বহিস্কার করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। নেতা কর্মীরা দ্রুত বিএনপি রাজাকারের সন্তান আশরাফুল আলমকে দল থেকে বহিস্কারের দাবী জানান।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,নড়াগাতি থানা আওয়ামীলীগের সদস্য নির্মল বিশ্বাস,পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ঝুনু মোল্লা,পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাইজিদ মোল্লা,নড়াগাতি থানা যুবলীগ সদস্য ও ১নং ওয়ার্ড মেম্বার মোঃ জেফরুল সর্দার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রহিম সিকদার,সাধারন সম্পাদক ছিকু দাড়িয়া,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস,এম হাফিজুর রহমান,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইনামুল মোল্লা,৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শরিফুল শেখ,আওয়ামীলীগ নেতা রহমান বিশ্বাস প্রমুখ।