Type to search

জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ অভয়নগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অভয়নগর জাতীয়

জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ অভয়নগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অভয়নগর প্রতিনিধিঃ “গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ অভয়নগর শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০” পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার শ্রীধারপুর ইউনিয়নের দিয়াপাড়াতে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা ও মসজিদে প্রায় শতাধিক গাছ রোপন করেছে সংগঠনটি। অভয়নগর উপজেলার শ্রীধারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় বৃক্ষ রোপণ করে সংগঠনের সদস্যবৃন্দ। জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ রক্তদানের পাশাপাশি বিভিন্ন জনসেবা মূলক কর্মসূচি পালন করে।

No description available.

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে জুপিটার ব্লাড ব্যাংক সংগঠনের সভাপতি মিঠুন ছাড়া ও অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন । বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে জুপিটার ব্লাড ব্যাংক সংগঠনের সভাপতি মিঠুন বলেন আগামী ১৪-০৮-২০২০ তারিখ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযন্ত মথুরাপুর পুড়াখালী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী ব্লাড গ্রুপিং করানো হবে ।

 

Tags:

You Might also Like