জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধিঃ ‘ এসো হে তরুন তারুন্যের আহ্বানে মানবতা বেচে রবে তোমরি রক্ত দানে’- এই স্লোগানকে ধারণ করে অভয়নগরের শ্রীধারপুর ইউনিয়নে ফ্রি ব্লাল্ড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত হয়। প্রায় তিন শতাধিক মানুষকে এই ক্যাম্পে তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করানো হয়।
জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশের সহযোগিতায় শ্রীধারপুর ইউনিয়ন এর ভুমি অফিস মাঠ চত্ত্বরে ফ্রি ব্লাল্ড গ্রুপ নির্ণয় ক্যাম্প হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগ এর সভাপতি মোঃ রওশন আলী মোড়ল উদ্ধোদক হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটি উদ্বোধন করেন। এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডা.আতাহার হোসেন সাবেক সিনিয়র কনসালটেন্ট বহ্মব্যাধি হাসপাতাল খুলনা, অনুষ্ঠানটি পরিচলনা করেন মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ অথিতি হিসাবে
উপস্থিত ছিলেন অভয়নগর ছাত্রলীগ নেতা ও জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশের উপদেষ্টা শেখ আব্দু্ল্লাহ, আ:সামাদ ব্যবস্থাপক এল বি হাসপাতাল নওযাপাড়া অভয়নগর যশোর, মোঃ রায়হান হোসেন বার্তাসম্পাদক অপারাজেয় বাংলা ও এডমিন জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ , ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ছাত্রলীগ নেতা সাদিক। অনুষ্ঠানটিতে সভাপত্বিত করেন জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিঠুন । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুপিটার ব্লাড ব্যাংক – বাংলাদেশ এর সহ-সভাপতি মোঃ মামুন, সাধারণ সম্পাদক শেখ ইমরুল,সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন,কোষাদহ্ম্য রাইদুল, সুজন,গৈাতম,হাসান,বাশার,রজিবুল,রমজান,রিয়াজ,সোহাগ, প্রিয়া,শিমলা,মারিয়া,রুকাইয়া এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।