Type to search

জীবন বাঁচাতে গিয়ে শীতলক্ষ্যায় ২ কিশোর নিখোঁজ

জাতীয়

জীবন বাঁচাতে গিয়ে শীতলক্ষ্যায় ২ কিশোর নিখোঁজ

এমএন এ আজাদঃ  নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাটে প্রতি পক্ষের ধাওয়ায় নৌকা থেকে ঝাপ দিলেও সাথের বন্ধুরা সাতরিয়ে কুলে উঠতে পারলেও জিসান ও নিহাল নামের ২ কিশোর এখনো নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিক কাজিম উদ্দিনের ছেলে, অপরজন বন্দর খান বাড়ির। জানাযায় : ১০ আগষ্ট বিকেলে ওই ঘাট দিয়ে বন্দর থেকে বন্ধুদের সঙ্গে আসে জিসান এবং নিহাল। এরপর একদল কিশোরের সাথে এ দু”জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ কিশোররা তাদের ধাওয়া করলে তারা দৌড়ে ঘাটে গিয়ে একটি নৌকায় উঠে। ঐ কিশোররাও নৌকায় এলে তারা বাঁচার জন্য নদীতে ঝাপিয়ে পরে। পরে সাথের সবাই সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানায় জিসান ও নিহাল উভয়ই নদীতে নিখোঁজ হয়ে যায় ।

খবর পেয়ে তাদের স্বজনরা ঘাটে এসে ডুবুরি দিয়ে তাদের খোঁজার চেষ্টা চালাচ্ছে। জিসান ও নিহালের বাড়িতে শোকের মাতম বইছে।
Tags: