জিপিএ-৫ : শীর্ষে ঢাকা, দ্বিতীয় যশোর

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
ঘোষিত ফলে দেখা গেছে, চলতি বছর নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। যা গত বছরের চেয়ে কম।
এ বছর বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন, চট্রগ্রামে ১২ হাজার ৬৭৯ জন; দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন; ময়মনসিংহে ৭ হাজার ১৭৯ জন; সিলেটে ৪ হাজার ৮৭১ জন; কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন।
এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ জন এবং মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪২৩ জন।