১৯২৯ সালের তেসরা মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন বাংলা শিক্ষা, সাহিত্য এবং রাজনৈতিক চেতনার অন্যতম বাতিঘর শহীদ জননী জাহানারা ইমাম।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন জাহানারা ইমামের সন্তান শাফি ইমাম রুমি। ১৯৯২ সালের ১৯শে জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ১০১ সদস্যদের ঘাতক দালাল নির্মূল কমিটি। গণআদালতে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার।
একাত্তরের দিনগুলি, তেপান্তরের ছোট্ট শহর, প্রবাসের দিনগুলি, বুকের ভেতর আগুন, ক্যান্সারের সঙ্গে বসবাস তার অন্যতম গ্রন্থ।
সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক, রোকেয়া পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন শহীদ জননী জাহানারা ইমাম।সূত্র,ডিবিসি নিউজ