জাতী সু শিক্ষিত হলে দেশ মাদক, সন্ত্রাস ও জঙ্গীমুক্ত হবে – রণজিত রায় এমপি
অভয়নগর প্রতিনিধি
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত দেশ গড়তে হলে সুশিক্ষার প্রয়োজন । একটি শিক্ষা প্রতিষ্ঠানই পারে একটি সুশিক্ষিত জাতী উপহার দিতে। আর এ সুশিক্ষিত জাতী গড়ার মূলে আমাদের শিক্ষকসমাজ। গতকাল বুধবার দুপুরে অভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের বিদ্যমান একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায় এ কথা বলেন। তিনি আরো বলেন, এক সময়ের অবহেলিত জলাবদ্ধ অভয়নগরের সুন্দলী ইউনিয়নের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেল্টার ও বহুতল শিক্ষা ভবন নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। শিক্ষা ও জনবান্ধব আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি স্বপন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ে ও সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস। পরে প্রধান অতিথি রণজিত কুমার রায় এমপি নওয়াপাড়া সরকারি কলেজের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং এইচএসসি পরীক্ষায় ভালো সফলতার জন্য শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সকল শিক্ষার্থীদের ভালো ফলাফলে শুভেচ্ছা প্রদান সহ সকলের দীর্ঘায়ু কামনা করেন।