Type to search

জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের এইদিনে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে।

জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আবার ফুল দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

এরপর বনানীতে ব্ঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। এসময় দাঁড়িয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদদের স্মরণ করেন তারা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

Tags: