জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আবার ফুল দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
এরপর বনানীতে ব্ঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। এসময় দাঁড়িয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদদের স্মরণ করেন তারা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।