Type to search

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

জাতীয়

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: রাজধানীর উত্তরায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তারা হলেন-জিয়া ও রাজ্জাক। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

 

মঙ্গলবার (১ জুন) সকাল ৮টার দিকে উত্তরা ১০নম্বর সেক্টর এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হন তারা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়া ও রাজ্জাক নামে দুই ব্যক্তি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে জমে থাকা পানিতে বিদ্যুতের কোনো লিকেজ তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম