Type to search

জন্মাষ্ঠমীর আলোচনা সভায় অসাম্প্রদায়িক চেতনায় সেবা করার প্রত্যয়ব্যক্ত করেন এস এম ইয়াকুব আলী

মনিরামপুর

জন্মাষ্ঠমীর আলোচনা সভায় অসাম্প্রদায়িক চেতনায় সেবা করার প্রত্যয়ব্যক্ত করেন এস এম ইয়াকুব আলী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার কেন্দ্রীয় দোলখোলা পূজা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথী শুভ জন্মাষ্ঠমী উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেন্দ্রীয় দোলখোলা পূজা মন্দির কমিটির আয়োজনের আলোচনা সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম ইয়াকুব আলী বলেন, অসাম্প্রদায়িক চেতনায় আমৃত্যু মানুষের সেবা করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে সব ধর্ম-বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে অনিয়ম, অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দুষ্টের দমন ও শিষ্যের পালন করতে চাই। এসময় উপস্থিত আরও ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মন্দির কমিটির সভাপতি গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ ঘোষ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিশির ঘোষ, উপজেলা যুবলীগের সদস্য শিমুল কুশারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহাদুল করিম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুবুর রহমান প্রমুখ।