পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে কোন সময় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার দুই চোখ খোঁচানো অবস্থায় ছিলো ও গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সূত্র, DBC বাংলা