Type to search

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

শেষ ষোলর দ্বিতীয় লেগে মেসি-সুয়ারেজের গোলে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অন্য ম্যাচে রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন।

ন্যু ক্যাম্পে ক্লেম লংলের গোলে ১০ মিনিটে লিড পায় স্বাগতিকরা। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। বিরতির আগে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন লুইস সুয়ারেজ। এর পরপরই পেনাল্টি থেকে ব্যবধান কমান ইনসিগনে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দুই লেগে ৪-২ অ্যাগ্রিগেটে শেষ আটে মেসি-সুয়ারেজরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় পেনাল্টি থেকে লেভান্ডোভস্কির গোলে ১০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন পেরিসিচ। বিরতির আগে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে চেলসি। দুই লেগে ৭-১ অ্যাগ্রিগেট বাভারিয়ানদের। ১৪ আগস্ট শেষ আটে মুখোমুখি হবে বার্সেলোনা-বায়ার্ন।

Tags: