Type to search

চৌগাছা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

যশোর

চৌগাছা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) থেকে
প্রতিনিধিযশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় হাসপাতাল চত্বরে এই বুথের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ, ডা. হাদিউর রহমান, ডা. সানজিদা, ডা. আনজুম, চৌগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী মোঃ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ। উদ্বোধনের পরে এই বুথে হাসপাতালের দুজন নার্সের নমুনা সংগ্রহ করা হয়।
প্রসঙ্গত চৌগাছায় এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ৪ জন চিকিৎসক, ৩ জন নার্সসহ মোট ১৪ জন করোনা ভাইরাস পজেটিভ হয়েছেন। এরমধ্যে একজন গর্ভবতী নারীর মঙ্গলবার সর্বশেষ নমুনা নেগেটিভ হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে আবারো পরীক্ষার জন্য মঙ্গলবার ফের তার নমুনা নেয়া হয়েছে।